facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মে শুক্রবার, ২০২৪

Walton

বেতন-ভাতার দাবিতে দিনকাল কার্যালয়ে মানববন্ধন                   


০৩ মে ২০২৪ শুক্রবার, ১২:২২  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বেতন-ভাতার দাবিতে দিনকাল কার্যালয়ে মানববন্ধন                   

দৈনিক দিনকাল সাংবাদিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতার দাবিতে আগামী ১১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহবায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন আলী মামুদ, জহির চৌধুরী, আব্দুস সেলিম, বাবুল খন্দকার, মহিউদ্দিন আহমেদ, লিয়াকত আলী প্রমুখ।  

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়নি। 

উল্লেখ্য, দিনকালের সাংবাদিক-কর্মচারীদের গত একবছর ধরে বেতন ভাতা দেয়া হচ্ছে না। এছাড়া করোনাকালিন সময়ের চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ একবছর ধরে সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা দিচ্ছে না। এতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সাংবাদিক কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে।- সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: